বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করেন আমিনুল ইসলাম। তার নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল (বৃহস্পতিবার) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন। দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবি সভাপতির পদে প্রথমে বসেন ফারুক আহমেদ। মাত্র ৯ মাস পর তাকে সরিয়ে দিয়ে এনসিএ কোটায় নতুন সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। আসন্ন নির্বাচনে আমিনুল ইসলাম ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক...