ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির অপেক্ষায় অনন্য প্রতীক চৌধুরীর প্রথম নির্মাণ ‘নয়া নোট’। এর আগে প্রকাশিত পোস্টার দর্শকদের কৌতূহল জাগিয়েছিল। এবার প্রকাশিত হলো ওয়েব ফিল্মটির টিজার। প্রায় মিনিটখানেকের এই টিজারে পুরোটা সময় জুড়ে দেখা যায় সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খানকে। তবে পরিচিত রূপে নয়- এবার তিনি হাজির হয়েছেন এলোমেলো চুল, উস্কোখুসকো দাড়ি ও মলিন পোশাকে! ঢাকার পথে পথে ভিক্ষুক সেজে ঘুরছেন এই অভিনেতা! টিজারে ভয়েসওভারে শোনা যায় নাসির উদ্দিন খানের কণ্ঠ- “ঢাকারে যাদুর শহর বলে। কারণ এই শহরে হাত পাতলে খানা পাওন না গেলেও টাকা পাওয়া যায়। কিন্তু একটা ব্যাপার, টাকা দেয় সব ময়লা ফাটা ছেঁড়া; এই শহরের মানুষগুলোর মতোই।” দৃশ্যগুলোতে দেখা যায়, তিনি যখন মানুষের কাছে হাত পাতেন, তখন সবাই তাকে পুরনো ছেঁড়া ও মলিন টাকা দেয়। তার হাত...