সংবাদ সম্মেলনে কখনও গম্ভীর, কখনও হাসিখুশি দেখা গেল হাভিয়ের কাবরেরাকে। সকালটা কেমন কাটল, জানতে চাইলে বাংলাদেশ কোচ এককথায় দিলেন উত্তর-ব্যস্ততায় কেটেছে। এরপর তার দিকে প্রশ্ন ছুটে গেল- হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল ইসলামের মতো প্রবাসীদের অনুপস্থিতির ফলে বর্তমান দলের শক্তি-সামর্থ্য কমেছে কিনা। আত্মবিশ্বাসী কণ্ঠে কাবরেরা বললেন, দ্বিতীয় সারির দল নিয়ে তিনি আসেননি নেপালে। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি। ২০২২ সালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। সবশেষ ম্যাচের স্মৃতি বাংলাদেশ দল কিংবা কাবরেরা, কারো জন্যই সুখকর নয়। সেবার এ মাঠেই ৩-১ গোলে হেরেছিল তারা। সেই তেতো স্মৃতি সংবাদ সম্মেলনে আওড়ালেন কাবরেরাও। “বাংলাদেশের জন্য এখানে খেলা সবসময় কঠিন। আমার একমাত্র অভিজ্ঞতা হলো ২০২২ সালের সেপ্টেম্বরে, তখন...