ফুটবল মাঠে লড়াই শেষে আবেগের বিস্ফোরণ মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ নেয়। ঠিক সেটাই দেখা গেল ইন্টার মায়ামি ও সিয়াটলের মধ্যকার লিগস কাপ ফাইনালে। সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারার পর ম্যাচ-পরবর্তী বিশৃঙ্খলায় ইন্টার মায়ামির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ এক স্টাফের ওপর থুতু ফেলেন। ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাইলেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।সুয়ারেজ লিখেছেন— ‘প্রথমেই সিয়াটল সাউন্ডার্সকে লিগস কাপ জয়ের জন্য অভিনন্দন। তবে আমার আচরণের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মধ্যে যা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ভুল করেছি, আর এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’তিনি আরও যোগ করেন, ‘এটা সেই ছবি নয় যা আমি আমার পরিবারের সামনে দেখাতে চাই, কিংবা আমার ক্লাবকেও এমন ঘটনার ভার বহন করতে...