ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে আটটি ভোটকেন্দ্র পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায়ের পর বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের ৩৯ হাজার ভোটার আছে। কিন্তু আমাদের মাত্র আটটা সেন্টার। এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবেন। তাদের মাঝে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি। কিন্তু যে পরিমাণ ভোটকেন্দ্র, সেখানে কতটুকু ভোটকাজ সম্পন্ন হবে, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এ সময় নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে বলে জানান সাদিক। তিনি বলেন, আমাদের প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল। আমরা লিখিত অভিযোগ...