দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনগুলোতে বইছে তুমুল নির্বাচনি হাওয়া। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের দৃষ্টি এখন স্বাভাবিকভাবেই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের দিকে নিবদ্ধ। বেশ আশা ও আগ্রহ নিয়েই বিষয়টি পর্যবেক্ষণ করছেন তারা । কারণ, সকলেই জানেন, জাতীয় নেতা তৈরি হওয়ার পূর্বধাপ এই ছাত্র সংসদ নির্বাচন। তরুণ নেতৃত্বের প্রাথমিক হাতে খড়ি হয় এই রাজনৈতিক অনুশীলনের মাধ্যমেই। তাছাড়া ঐতিহ্যগতভাবেবাংলাদেশের ছাত্র রাজনীতিদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। কিন্তু একটা লম্বা সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত থাকায় শিক্ষাঙ্গণে এক দিকে যেমন নেতৃত্বের শুন্যতা ও স্থবিরতা তৈরি হয়েছে, অন্যদিকে ছাত্র রাজনীতির নামে চলেছে এক তরফা কর্তৃত্ব, সহিংসতা, দখলদারিত্ব, দমন-পীড়ণ, সন্ত্রাস ও চাঁদাবাজি। পাশাপাশি ব্যাহত হয়েছে একটি সুস্থ নির্বাচনের সংস্কৃতি তৈরি হওয়ার সুযোগ। শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের নেতা নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত...