তিন বছর আগে কাতারে স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরার পর লিওনেল মেসি বলেছিলেন, ‘আরেকটি বিশ্বকাপ অনেক দূরের পথ।’ তবে একটু একটু করে পথটা ছোট হয়ে এসেছে। ১০ মাস পরেই মাঠে গড়াবে আগামী ফুটবল বিশ্বকাপ। তার পারফরম্যান্সেও ধার তেমন একটা কমেনি। তাকে ঘিরেই আরও একবার বিশ্বমঞ্চে বাজিমাত করার স্বপ্নে বিভোর হয়ে আছে পুরো আর্জেন্টিনা। আর সেই তিনিই কি-না আসছে বৈশ্বিক আসরে খেলার ব্যাপারে এখনও নিশ্চিত নন! বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে লড়াইয়ের দুদিন আগেই মেসি পরিষ্কার জানিয়ে দেন, বাছাইয়ে দেশের মাটিতে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। ওই ঘোষণায় নিশ্চিত হয়ে যায়, এই মহাতারকার ক্যারিয়ার শেষের কাছাকাছি চলে এসেছে। শুরু হয়ে যায় প্রিয় তারকাকে আবেগ-ভালোবাসায় বিদায় জানানোর আয়োজন। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েন্স এইরেসের মনুমেন্তালে ম্যাচ শুরুর অনেক আগেই গ্যালারি যেন হয়ে ওঠে...