আমাদের দেশে রাজনৈতিক সংগঠনগুলোর অনেক ডালপালা। একটা মূল সংগঠন থাকে। সমাজের নানান অংশকে নিয়ে ছড়ানো থাকে তার শাখা-প্রশাখা। কৃষক, শ্রমিক, নারী, অন্যান্য পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের নিয়ে থাকে আলাদা কমিটি। ছাত্রদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা। আমরা তাদের বলি ছাত্র সংগঠন। বেশিরভাগছাত্র সংগঠনের জন্মহয় রাজনৈতিক দলের ঔরসে। কিছু ব্যতিক্রম আছে। যেমন, ১৯৪৮ সালের জানুয়ারি মাসে জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের। প্রায় দেড় বছর পর, ১৯৪৯ সালের জুনে গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সঙ্গে সঙ্গে ছাত্রলীগ হয়ে যায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন। ১৯৭২ সালের জুলাই মাসে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে আওয়ামী বৃত্ত থেকে বিদ্রোহ করে ছাত্রলীগের একটি অংশ স্বতন্ত্র অস্তিত্ব ঘোষণা করে। ওই বছর অক্টোবরে জাসদ নামে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা এলে বিদ্রোহী ছাত্রলীগ জাসদের সহযাত্রী...