শীর্ষনিউজ, ঢাকা:গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার সুস্থতার জন্য সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাডমিন কর্তৃক প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, "নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বর্তমানে তাকে নিরব ও চাপমুক্ত পরিবেশে রাখা প্রয়োজন। কিন্তু হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড়ের কারণে এ পরিবেশ ব্যাহত হচ্ছে।" সেজন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে— হাসপাতালে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে তার...