আরও পড়ুন :ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুনআরও পড়ুন :কোলেস্টেরল কমাতে পুষ্টিবিদের সহজ পরামর্শচলুন জেনে নিই এমন কিছু সাধারণ ভুল আর সেই ভুল থেকে বাঁচার উপায়—তরমুজের বীজ খাওয়া কি নিরাপদ ?১. সিলিন্ডার রাখার জায়গা ঠিক না হওয়াঅনেকেই গ্যাস সিলিন্ডার এমন জায়গায় রেখে দেন, যেটা আসলে একেবারেই নিরাপদ নয়; যেমন- রোদে, গরম জায়গায় বা দাহ্য (আগুন লাগতে পারে এমন) জিনিসপত্রের পাশে। এতে সিলিন্ডারের গায়ে চাপ পড়ে বা গরম হয়ে যায়, আর ঝুঁকি বাড়ে।কী করবেন :- সিলিন্ডার রাখুন ঠান্ডা, খোলামেলা ও শুকনো জায়গায়।- শিশুদের নাগালের বাইরে রাখুন।- সবসময় সোজা অবস্থায় রাখুন।২. রক্ষণাবেক্ষণের ঘাটতিঅনেকেই সিলিন্ডার ভালোভাবে পরিষ্কার করেন না বা নিয়মিত চেক করেন না। এতে গ্যাস লিক হলে বুঝতেও দেরি হয়ে যায়।কী করবেন :- মাঝেমধ্যে সিলিন্ডার, পাইপ ও ভালভে সাবান পানি...