২০২০ সালের পর থেকে সেরেনা উইলিয়ামস আর গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে বড় হুমকি ছিলেন না। তবে ২০২২ সালে ইউএস ওপেনে আনুষ্ঠানিক অবসর নেওয়া পর্যন্ত নারীদের টেনিসের ভার ছিল তারই কাঁধে। সেরেনাার বিদায়ের পর তৈরি হওয়া শূন্যতার মাঝেও নারী টেনিসের হাল ধরে রেখেছিলেন কয়েকজন। ইগা শোয়ানতেক ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জিতে মাত্র ২৪ বছর বয়সেই হয়ে ওঠেন ভবিষ্যতের কিংবদন্তি হওয়ার অন্যতম দাবিদার। কোকো গফ তার ক্যারিশমায় মাঝে মধ্যে আমেরিকান ক্রীড়াপ্রেমীদের হৃদয় জয় করেছেন। যদিও তার খেলায় ধারাবাহিকতার অভাব রয়ে গেছে। আরিনা সাবালেঙ্কা যেকোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ অবধি থাকেন নিয়মিতিই। অদম্য শক্তি ও আগ্রাসী খেলায় শিরোপা ধরে রাখার লড়াই চালান। তবুও সেরেনার পর থেকে টেনিসে যে বিষয়টি অনুপস্থিত ছিল, তা হলো একজন আসল ‘সুপারস্টার’ এর। যিনি খেলার বাইরেও বৈশ্বিক ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে উঠতে...