বলিউড বাদশা শাহরুখ খান কাঁধে আঘাতের পর অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার নতুন সিনেমা ‘কিং’র শুটিং বন্ধ রেখেছিলেন। কিন্তু এখনকার সংবাদ হচ্ছে বাদশা আবারও শুটিংয়ে ফিরেছেন। মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে সিনেমার শুটিং সেটে দেখা গেছে। তার নতুন লুক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় ‘কিং’ সিনেমার সেট থেকে ছবি পেয়েছেন বলে দাবি করা হয়। ছবিটি বৃহস্পতিবার রাতে রেডিটে শেয়ার করা হয়েছিল, ক্যাপশন ছিল, ‘SRK spotted on the sets of King’। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ সাদা শার্ট পরে, ধূসর চুল এবং কালো চশমা পরে একটি ‘ম্যাকডোনাল্ডাস’ রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন। দূর থেকে তোলা ছবিতে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে, শাহরুখের হাতে স্লিন্গ আছে কি না।...