দক্ষিণ আমেরিকা অঞ্চলকে ঘিরে বিশ্ব ফুটবলে আলাদা একট উত্তেজনা বিরাজ করে। যেমনটি দেখা গেছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও। এই অঞ্চলের বাছাইয়ের আরো একটি ম্যাচ বাকি এখনো। তবে এখনই নিশ্চিত হয়েছে সরাসরি মূল পর্বে অংশ নেওয়া ৬টি দল। আজ শুক্রবার (৫ সেপ্টম্বর) সকালে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ৫টি ম্যাচ মাঠে গড়িয়েছে। সেখানেই ফলাফল নির্ধারণ শেষে চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ছয়টি দল। আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। এবার তাদের সঙ্গে যোগ দিল উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হতে যাওয়া যাওয়া টুর্নামেন্টটিতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি সুযোগ পচ্ছে ৬টি দল। সপ্তম দলটিকে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে...