বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সেশনে কমেছে। অর্থাৎ বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিন ক্রমাগত তেলের দামে পতন ঘটেছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট কমে দাঁড়ায় প্রতি ব্যারেল ৬৬ দশমিক ৮৯ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেল ১৩ সেন্ট কমে হয় ৬৩ দশমিক ৩৫ ডলার। সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম কমেছে প্রায় ১ দশমিক ৮ শতাংশ এবং ডব্লিউটিআই কমেছে ১ শতাংশ।বিশ্লেষকদের মতে, ওপেক প্লাস জোটের বাড়তি সরবরাহের আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে মজুত বৃদ্ধি দাম কমার মূল কারণ। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ২৪ লাখ ব্যারেল। তবে ধারণা ছিল বাজারে মজুত কমবে।অন্যদিকে, আসন্ন বৈঠকে ওপেক প্লাস সদস্যরা আগামী...