বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল স্বীকার করেছেন যে, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম কিছুটা এগিয়েছে, জমি অধিগ্রহণের কাজও প্রক্রিয়াধীন। কিন্তু আস্থার অভাবের কারণে শিক্ষার্থীরা অনশন পর্যন্ত গিয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আমি একজন অভিভাবক হিসেবে সেখানে ছিলাম। বিশেষ করে মেয়েরা ছিল, তাদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে আমি তাদের পাশে রাত কাটিয়েছি। এ বিষয়ে...