নিজস্ব প্রতিবেদক : তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে ক্ষমতায় এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। তবে মাত্র এক বছরের মাথায় সেই তরুণরাই এখন তাঁর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ সম্প্রতি সংসদ সদস্যদের বিলাসবহুল ভাতা ঘোষণা ঘিরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত ২৫ আগস্ট রাজধানী জাকার্তায় শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস মোড় নেয়। ২৮ আগস্ট, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িচাপায় নিহত হন ২১ বছর বয়সী ফুড ডেলিভারি কর্মী আফান কুর্নিয়াওয়ান। এই মৃত্যুই আন্দোলনকে আরও তীব্র করে তোলে। আফান দ্রুত বিক্ষোভের প্রতীকে পরিণত হন। জাকার্তায় শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে বান্দুং, মাকাসার, বালি, সুমাত্রা, সুলাওয়েসি, কালিমান্তানসহ ইন্দোনেশিয়ার প্রায় সব প্রদেশে। বহু জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ এবং শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন। বিশ্ববিদ্যালয়...