প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, প্রিয়াঙ্কা ওয়াশরুমের শাওয়ারের সঙ্গে ঝুলে আছেন। তবে একটি শাওয়ার ৫০ কেজি ওজন ভর নিল কিভাবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আবার অনেকে প্রিয়াঙ্কার মৃত্যুকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। অনেকে প্রশ্ন রেখেছেন, পুলিশ নারীর মরদেহ উদ্ধার করলেও সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করেনি। চিরকুটের দোহাই দিয়ে দায় সেরেছে। চিরকুটে হাতের লেখা যে প্রিয়াঙ্কার সে বিষয়ে ফরেনসিক করেনি।প্রিয়াঙ্কা বিশ্বাসের সহপাঠীদের অভিমত, কে কোন ধর্মের তাতে কিছু যায় আসে না। প্রিয়াঙ্কা আমাদের ভালো বন্ধু ছিল। আমরা অনেক বিষয় একে অপরের সঙ্গে শেয়ার করি। সে তাও করত না। পারিবারিকভাবে সে মানসিক ডিপ্রেশনে ছিল। তার এমন মৃত্যু মানতে পারছি না। সে সবার সঙ্গে হাসিমুখে কথা বলত।নিহতের বাবা সমীর দে বলেন, ‘সত্য-মিথ্যা আমি কি বলব, আমি আমার মেয়ের পা ফ্লোরের সঙ্গে লাগানো...