পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরাতুলাইন বালুচ ওরফে কিউবি প্রাণে বাঁচলেও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। গিলগিত-বালতিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে হঠাৎ এক হিংস্র ভালুকের আক্রমণে গুরুতর আহত হন এই তারকা। হাতে গভীর ক্ষত নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কিউবি।পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিউবি এবং তার দলের সদস্যরা দেওসাইয়ের ‘বড় পানি’ এলাকার কাছে একটি ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ একটি হিমালয় বাদামি ভালুক তাদের ওপর আক্রমণ করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত তার ফটোগ্রাফার এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ভালুকটি পালিয়ে যায়।এদিকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিপোর্টে দেখা গেছে ভালুকটি তাকে আঘাত করেছে, যার ফলে তার বাহুতে গুরুতর আঘাত লেগেছে।’হামলার পরপরই কিউবিকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত স্কার্দু ডিএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জখম পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের...