ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম-খুন নির্যাতনের শিকার পরিবারের ত্যাগের কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকবে।’ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গত ১৭ বছরে গুম-খুন ও হামলা–মামলার শিকার হয়েছে। এসব পরিবারের ত্যাগ অপরিসীম। যেটা কোনোভাবে ভোলার মতো নয়। নির্যাতন–নিপীড়নের পরও আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গুম-খুন পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। আগামীতে ভোট হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। মানুষ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকবে।’ এ্যানি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক...