স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের জনপ্রিয় ‘মোমেন্টস’ ফিচারে নতুন আপডেট এনেছে। ফলে ব্যবহারকারীরা দৃশ্যের শুরু ও সমাপ্তি দুটোই ঠিক করে নিজেদের মতো করে ক্লিপ বানাতে পারবেন। গত বছর চালু হওয়া এই ফিচারটি ব্যবহারকারীদের অ্যাপের ভেতর থেকেই প্রিয় দৃশ্য সংরক্ষণের সুযোগ দিয়েছিল। তবে তখন কেবল দৃশ্যের শুরু বিন্দু নির্ধারণ করা যেত বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। কোনো শো বা সিনেমা দেখার সময় স্ক্রিনে ট্যাপ করে ‘ক্লিপ’ বাটনে চেপেই দৃশ্য সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত দৃশ্যগুলো থাকবে ‘মাই নেটফ্লিক্স’ ট্যাবে যেখান থেকে পরে আবার দেখা যাবে। এ ছাড়া চাইলে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা যাবে। শেয়ার করা পোস্টে ক্লিক করলে দর্শক সরাসরি নেটফ্লিক্স অ্যাপের নির্দিষ্ট সেই দৃশ্যে চলে যাবেন। কোম্পানির তথ্য...