বড়পর্দায় নতুন মুখ কাজী জারা, সম্পর্কে অভিনেতা জয় চৌধুরীর শ্যালিকা। সত্যিকারের দুলাভাই-শালিকে রোমাঞ্চ করতে দেখা যাবে নতুন ঢালিউড ছবি ‘আমার শেষ কথা’য়। দুলাভাই নায়ক, শালি নায়িকা। আজ (৫ সেপ্টেম্বর) শুক্রবার দেশের ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রায় নিরবে মুক্তি পেল জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘আমার শেষ কথা’। নারায়ণগঞ্জে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইসলাম। কিন্তু ছবিটি কি দেখবে মানুষ? এই সিনেমা কেন দেখবে দর্শক? জানতে চাইলে জয় চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘কয়েক বছর আগেই বানানো হয়েছে “আমার শেষ কথা”। যদি পোস্ট প্রোডাকশনের কাজ ভালো হতো, তাহলে দর্শকের কাছে ছবিটা উপভোগ্য হতো। অনেকবার বুঝিয়েছি, শেষ পর্যন্ত আমার কথা শোনেনি কেউ। বিশেষ করে সিনেমা মুক্তির আগে প্ল্যান করে প্রচার করতে হয়। সেটাও কিন্তু এই সিনেমার ক্ষেত্রে করা...