লিগস কাপ ফাইনাল হারের পর সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু নিক্ষেপের ঘটনায় ক্ষমা চেয়েছেন ইন্টার মিয়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। গেল রোববারের ওই ম্যাচ শেষে সতীর্থদের বাধার মধ্যে থেকেও থুতু ছুঁড়ে দেন উরুগুয়ে তারকা। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সুয়ারেজ লেখেন, ‘প্রথমেই আমি সিয়াটল সাউন্ডার্সকে লিগস কাপ জয়ের জন্য অভিনন্দন জানাই। তবে সবচেয়ে বড় কথা, ম্যাচ শেষে আমার আচরণের জন্য ক্ষমা চাইছি। এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মুহূর্ত, যেখানে কিছু ঘটনা ঘটেছিল; যা ঘটার কথা নয়। তবুও আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, ‘এটা সেই ভাবমূর্তি নয় যা আমি আমার পরিবারের সামনে দিতে চাই। যারা আমার ভুলের কারণে কষ্ট পায়। আমার ক্লাবও এর যোগ্য নয়। আমি যা করেছি তার জন্য খারাপ...