জামায়াতে ইসলামী থেকে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাংসদ হবেন, তারা ‘করমুক্ত গাড়ি’ কিংবা ‘সরকারি প্লট’ সুবিধা নেবে না বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি কিংবা কম মূল্যে সরকারি প্লট নেবে না। “তেলের মাথায় তেল দেব না, সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে।” শুক্রবার সকালে ঢাকা-১০ আসনের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, “একটি ইনসাফের দেশ গড়তে জামায়াতে ইসলামী একা পারবে না; সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। “সেজন্য বলব, অতীতকে ভুলে আগামীতে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে, পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। ভয়-শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানাই।” কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর...