আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। বৃহস্পতিবার লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষের আগের রাউন্ডে এই সুখবর পায় দলগুলো। এদিন উরুগুয়ে ৩-০ গোলে হারায় পেরুকে। সমান ব্যবধানে বলিভিয়াকে উড়িয়ে দেয় কলম্বিয়া। আর ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেও বিশ্বকাপ নিশ্চিত করে প্যারাগুয়ে। এর আগে এই অঞ্চল থেকে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। পেরুর জন্য অবশ্য বাছাইপর্ব শেষ হয়ে গেছে। উরুগুয়ের কাছে হেরে তাদের বিশ্বকাপের আশা শেষ হয়ে যায়। কলম্বিয়ার হয়ে জেমস রদ্রিগেজ ৩১ মিনিটে প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে জন কর্ডোবা ও হুয়ান ফার্নান্দো কিন্টেরো আরও দুটি গোল যোগ করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন। প্যারাগুয়েফিরলো ১৬ বছর পর। সর্বশেষ ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেছিল তারা। ওই আসরে কোয়ার্টার...