মাপ কত হলে সতর্ক হবেন?একটি মাপের ফিতা দিয়ে গলার নীচের অংশের মাপ নিলেই বোঝা যাবে। চিকিৎসকদের মতে, পুরুষদের ক্ষেত্রে ১৭ ইঞ্চির বেশি আর মহিলাদের ক্ষেত্রে ১৫ দশমিক ৫ ইঞ্চির বেশি হলে সতর্ক হওয়া দরকার।কী ধরনের সমস্যা বাড়তে পারে?* হার্ট অ্যাটাক বা হৃদরোগ* ডায়াবেটিস* উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল* ঘুমের সময় শ্বাসকষ্ট (স্লিপ অ্যাপনিয়া)কীভাবে রক্ষা পাবেন?খাদ্যাভ্যাসে সচেতনতা, নিয়মিত ব্যায়াম, ধূমপান থেকে দূরে থাকা আর পর্যাপ্ত ঘুম। এ সবই গলার মাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।সূত্র : আনন্দ বাজার অনলাইন একটি মাপের ফিতা দিয়ে গলার নীচের অংশের মাপ নিলেই বোঝা যাবে। চিকিৎসকদের মতে, পুরুষদের ক্ষেত্রে ১৭ ইঞ্চির বেশি আর মহিলাদের ক্ষেত্রে ১৫ দশমিক ৫ ইঞ্চির বেশি হলে সতর্ক হওয়া দরকার।কী ধরনের সমস্যা বাড়তে পারে?* হার্ট অ্যাটাক বা হৃদরোগ* ডায়াবেটিস* উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল* ঘুমের সময়...