আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েটের মাঠে ইউনিভার্সিদিয়েত ডে চিলির বিপক্ষে ম্যাচ চলাকালীন গ্যালারিতে সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় গত ২০ আগস্ট। লাতিন আমেরিকার ফুটবলে ইউরোপা লিগের মতো আসর কোপা সৌদামেরিকানায় শেষ ষোলোর ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। ঘটনার জেরে আসরটি থেকে আর্জেন্টিনার ক্লাবটিকে বাদ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সাউথ আমেরিকা ফুটবলের গভর্নিং বডি থেকে সিদ্ধান্ত আসে ইন্ডিপেন্ডিয়েট আসরে খেলতে পারবে না। সেদিনের ঘটনায় ২০ জন আহত হওয়ার খবর এসেছিল। ১০০ জনের বেশি সমর্থককে আটকও করেছিল আর্জেন্টিনা পুলিশ। ১-১ সমতায় থাকা ম্যাচ তখন বাতিল হয়। যার পরপরই লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ঘটনার তদন্ত শুরু করে। কনমেবল জানিয়েছে, ‘অ্যাথলেটিকো ইন্ডিপেন্ডিয়েটকে ভবিষ্যতের আসর ব্যতিরেখে শুধু এবারের আসর থেকে বাদ...