ঢাকা:ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চিকিৎসায় ইনফ্লুয়েঞ্জা টিকাকে জাতীয় ক্লিনিক্যাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর)রাজধানীতে দুইদিনব্যাপী এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। ‘বাংলাদেশে অগ্রাধিকারপ্রাপ্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চিকিৎসায় ইনফ্লুয়েঞ্জা টিকার ভূমিকা: ভবিষ্যৎ পথ নির্দেশনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে আইইডিসিআর ও আইসিডিডিআর,বি। এতে কারিগরি সহায়তা দেয় স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি ইউনিট এবং ইউএস সিডিসি। বিশেষজ্ঞরা জানান, ইনফ্লুয়েঞ্জা বিশ্বব্যাপী বছরে গড়ে ৫ কোটির বেশি মানুষকে গুরুতর অসুস্থ করে তোলে এবং প্রায় ৬ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যুর কারণ হয়। বাংলাদেশেও এই রোগ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ২০২৫ সালের জুনে দেশের ১৯টি হাসপাতালে পরিচালিত পর্যবেক্ষণে দেখা গেছে, জ্বর-কাশি নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৯ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞদের মতে, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ৫ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী,...