ঢাকা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে নাগরপুরের রাথুরা গ্রাম। এই গ্রামে প্রায় ১৫৩ ঘর ‘হাজাম’ পরিবার বসবাস করে। সম্প্রতি কথা হলো, মোহর আলী হাজামের সাথে। তিনি বর্তমানে একজন ইউপি মেম্বার। নিজ এলাকার বাইরে হাজাম হিসেবে বেশি জনপ্রিয় এবং পরিচিত। প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ বছর ধরে সে এই কাজের সঙ্গে যুক্ত আছে। সে তার উর্দ্ধতন পাঁচ পুরুষের কথা জানালো যারা হাজাম হিসেবে কাজ করতেন। নতুন প্রজন্মকেও তারা এই কাজের সঙ্গে যুক্ত করছেন। স্থানীয়দের কাছে হাজামরা ‘খলিফা’ হিসেবেও পরিচিত। রাথুরার এই হাজামরা সাধারণত অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত সুন্নতের খৎনা করানোর কাজটি করে থাকে। এরা সারাদেশ ব্যাপীই কাজ করে থাকে। তবে নিজেদের মধ্যে এলাকা ভাগ করা আছে। এক হাজামের এলাকায় আরেক জন যায় না। জানা যায়, পাবনা, রংপুরেও হাজামরা বংশ পরম্পরায় বসবাস করে। মোহর...