‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ আল্লাহর রাসুলের (সা.) প্রতি সংক্ষীপ্ত দরুদ বা দোয়া যা আমরা তার সম্মানিত নাম উচ্চারণ করলে বা শুনলে পড়ে থাকি। ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ অর্থ হলো, আল্লাহ তার ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন। সাধারণ অবস্থায় আল্লাহর রাসুলের (সা.) কথা বললে বা শুনলে দরুদ পড়া ওয়াজিব। কোনো আলোচনায় বা লেখায় আল্লাহর রাসুলের (সা.) আলোচিত হলে বা লেখা হলে লেখক, পাঠক, শ্রোতার জন্য অন্তত একবার আল্লাহর রাসুলের (সা.) ওপর দরুদ পাঠ করা ওয়াজিব। একই বৈঠকে বা লেখায় একাধিকবার আল্লাহর রাসুলের (সা.) নাম আলোচিত হলে একবার দরুদ বলা ওয়াজিব, আর একাধিকবার দরুদ পড়া মুস্তাহাব। আলী (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার আলোচনা করা হয় অথচ সে আমার ওপর দরুদ পড়ে...