আট বছর বয়সে নাচ দিয়ে সবার নজর কেড়েছিলেন অবনীত কৌর। ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার্স’–এ সেরা হতে না পারলেও দর্শককে মুগ্ধ করেছিল তাঁর নাচ ও অভিব্যক্তি। সেদিনের সেই খুদে শিল্পীই প্রমাণ করলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ধীরগতিতে হলেও অনেকটা পথ অতিক্রম করেছেন অবনীত, আন্তর্জাতিক চলচ্চিত্র–দুনিয়ায় লিখিয়েছেন নিজের নাম। ভারত-ভিয়েতনাম যৌথ প্রযোজনার ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’–এর মূল নায়িকা হলেন অবনীত। রোমান্টিক মিউজিক্যাল ছবিটিতে তাঁর বিপরীতে আছেন শান্তনু মহেশ্বরী। রাহাত শাহ কাজমি পরিচালিত ছবিটি ১২ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে ‘লাভ ইন ভিয়েতনাম’–এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। দৈনিক ভাস্কর পত্রিকাকে এক সাক্ষাৎকারে অবনীত জানিয়েছেন, ভালোবাসার জন্য বাস্তবে যেকোনো সীমা অতিক্রম করতে তিনি প্রস্তুত। তাঁর ভাষ্যে, ‘যত দূর ভাবতে পারি, নিজের ভালোবাসার...