গত কয়েকমাস ধরে সবজির বাজারে স্বস্তি নেই। হাতেগোনা কয়েকটি সবজি ছাড়া বাড়তি দামে বেশিভাগ সবজি কিনতে হচ্ছে। এর মধ্যে বেশি দাম কাঁচা মরিচ, করলা, বরবটির ও টমেটোর। ফলে বিপাকে পড়েছেন নিম্ন ও মাধ্যবিত্তরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দু-একটি সবজি ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। দাম বেশি হওয়ায় ক্রেতারা আধা কেজি করে সবজি কিনছেন। এ ছাড়া মাছের মধ্যে ইলিশের দাম বেশ চড়া। বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে ঢেঁড়স, পটল, মুলা, শশা, কাঁকরোল, চিচিঙ্গা, ধুন্দল, গাজর, মিষ্টি কুমড়া। এ ছাড়া বেগুন (গোল) প্রতিকেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতিকেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতিকেজি ১০০ টাকা। বরবটি ও করলা ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া টমেটো প্রতিকেজি ১৪০ টাকা কেজি, কাঁচা মরিচ প্রতি...