২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ৪৩ ধাপ পিছিয়ে থাকা স্লোভাকিয়ার সাথে হেরে গেছে জার্মানি। ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে হেরেছে জায়ান্টরা। কোচ জুলিয়ান নাগেলসম্যান পরে ক্ষোভ ঝেরেলেন। স্লোভাকিয়ার মাঠ তেহেলনে পোলেতে ২-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে প্রথম গোলের দেখা পায় ফিফা র্যাঙ্কিংয়ে ৫২তম স্লোভাকিয়া। ডেভিড স্ট্রিলিচের পাসে ডেভিড হাঙ্কোর বাঁ-পায়ের শটে এগিয়ে যায় স্লোভাকিয়ানরা। ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দিগুণ করে স্লোভাকিয়া। নরবের্ট গয়েম্বারের পাসে দলকে জয়েরবন্দরে নিয়ে যান স্ট্রিলিচ। ম্যাচে ৭০ শতাংশ বল পায়ে রেখেও গোলের দেখা পায়নি নাগেলসম্যানের দল। হতাশ ৩৮ বর্ষী জার্মান কোচ পরে বলেছেন, ‘আমাদের দল ভালো করতে পারেনি, তাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। আমাদের খেলোয়াড়দের মাঝে তীব্রতা কম ছিল, আমাদের চেয়ে প্রতিপক্ষ খেলোয়াড়রা বেশি তীব্রতার সাথে খেলেছে।...