নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তাহসানের কোলে এক নবজাতকের ছবি ভাইরাল হয়, যার ক্যাপশনে দাবি করা হয় "তাহসান ও রোজা দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি!" অর্থাৎ, তাহসান বাবা হয়েছেন এমনটাই দাবি করেন অনেক ভক্ত ও অনুসারী। ছবিটিতে দেখা যায়, তাহসান একটি হাসপাতালের কক্ষে বসে আছেন, তার কোলে একটি সদ্যজাত শিশু। ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক, এক্স (টুইটার) ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে। কেউ কেউ অভিনন্দন জানাতেও শুরু করেন। তবে বিষয়টি একেবারেই ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তাহসান নিজেই। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তাহসান বলেন,"এই ছবিটা প্রায় তিন বছর আগের। ছবিতে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে, সে আমার ছোট ভাইয়ের সন্তান। আমি তখন হাসপাতালে ওকে...