কথাসাহিত্যিক রাজ মাসুদ ফরহাদের ‘রিবিল্ডিং বাংলাদেশ: বিএনপি’স থার্টিওয়ান পয়েন্টস অব স্টেটসম্যানশিপ—তারেক রহমান’স ভিশন ফর রিফর্ম, ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ বইয়ের মোড়ক উন্মোচন এবং পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট রাজধানীর গুলশান ক্লাবে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে প্রতিকথা প্রকাশনা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ টুমরো ফোরাম এবং বিএনপি সাইবার ফোর্স। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, গবেষক এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ টুমরো ফোরাম ও বিএনপি সাইবার ফোর্সের সভাপতি রাজ মাসুদ ফরহাদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে রাজ মাসুদ ফরহাদের গবেষণা ও পরিচালনায় বাংলাদেশ টুমরো ফোরাম এবং বিএনপি সাইবার ফোর্সের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...