দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। বর্তমানে প্রার্থীদের প্রচারণায় জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিক ওদিক ছোটাছুটি করে শিক্ষার্থীদের দরজায় দরজায় ভোট চাইছেন প্রার্থীরা। তবে অনেকের পরীক্ষা চলমান থাকায় বারবার প্রার্থীরা হলের কক্ষে প্রবেশ করায় পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এতে কিছুটা বিরক্ত হয়ে অভিনব কৌশল নিয়েছেন অনেকেই। তারা প্রার্থীদের কক্ষে প্রবেশ করে ভোট চাইতে নিরুৎসাহিত করেছেন। যদি কেউ নিতান্তই প্রবেশ করেন তবে তাকে বিরিয়ানি, ফলমূল ও নাশতা নিয়ে প্রবেশের জন্য বলেছেন। শিক্ষার্থীরা বলছেন, কিছু সময় পরপর বিভিন্ন পদের প্রার্থীরা ভোট চাইতে রুমে আসছেন। পরীক্ষা চলমান থাকায় এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। বাধ্য হয়ে দরজায় নোটিশ টানিয়েছেন তারা। জগন্নাথ হলের এক কক্ষের দরজায় দেখা যায় সাদা কাগজের পোস্টারে লেখা, ‘ইয়ার ফাইনাল চলিতেছে। রুমে...