অ্যাপলের বহুল প্রতীক্ষিত সিরি আপডেটে গুগলের জেমিনাই এআই ফিচার যুক্ত হতে পারে। এআইয়ের দৌড়ে পিছিয়ে পড়ার সমালোচনায় থাকা কোম্পানিটি সিরির বড় আপডেট ২০২৬ সাল পর্যন্ত পিছিয়েছে। অ্যাপল পরীক্ষা করছে নিজেদের এআই মডেল যথেষ্ট কার্যকর হবে কি না যাতে সিরিকে ওপেনএআই, পারপ্লেক্সিটি ও গুগলের এআই টুলের সঙ্গে টেক্কা দেওয়ানো যায়। তবে ব্লুমবার্গের মার্ক গারম্যানের নতুন প্রতিবেদনে উঠে এসেছে, এ সমস্যার সমাধান খুঁজতে অ্যাপল গুগলের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তির আওতায় প্রথমে পরীক্ষামূলকভাবে সিরিতে গুগল এআই মডেল ব্যবহৃত হবে। সফল হলে প্রযুক্তিটি সাফারি ব্রাউজার ও হোম স্ক্রিনে থাকা স্পটলাইট সার্চ-এর মত আইফোন সফটওয়্যারের অন্যান্য অংশেও যুক্ত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। বিগত বছরগুলোতে আইফোনের স্পটলাইট সার্চ অনেকটা গুগলের বিকল্প হয়ে উঠেছিল। ব্যবহারকারীরা ওয়েবসার্চে না গিয়েও জনপ্রিয় বিষয় যেমন...