ম্যাচ শুরু হতেই জমে উঠল লড়াই। ক্যারিয়ারে লম্বা একটা সময়ের বিবর্ণতা ও বিরতির পর নতুন করে জেগে ওঠার অভিযানে নাওমি ওসাকা জিতে নিলেন প্রথম সেট। দ্বিতীয় সেটেও লড়াই হলো তুমুল; কিন্তু শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন আমান্ডা আসিমোভা। এরপর আর খেই না হারিয়ে, স্বাগতিক দর্শকদের মাতিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের এই তারকা। ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবারের ম্যাচে ওসাকার প্রবল...