ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটসালে আরও ভয়ংকর তারা। ফুটবলের মিশন ‘হেক্সা’ পূরণ হয়েছে ফুটসালে। সেই ফুটসাল মাঠেই এবার প্রাণ গেল এক ব্রাজিলিয়ান গোলরক্ষকের। ব্রাজিলের প্যারা প্রদেশে এক অপেশাদার ফুটসাল টুর্নামেন্টে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডানদিকে ঝাঁপিয়ে প্রতিপক্ষের পেনাল্টি আটকে দেন এডসন। তবে জোরালো শটের বলটি সরাসরি আঘাত হানে তার বুকে। পেনাল্টি সেভ করার পর উচ্ছ্বাসে এডসন কয়েক কদম এগিয়ে তার সতীর্থদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই মুখ থুবড়ে পড়ে যান ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক।‘ব্রাজিলের বিশ্বকাপ দলে কাদের জায়গা নিশ্চিত?’, উত্তর দিলেন আনচেলত্তিঘটনাস্থলে থাকা মেডিক্যাল টিম এডসনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালেও নেওয়া হয়। কিন্তু এরপরও ফেরানো যায়নি তাকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।স্থানীয়...