‘আরে ও কীসের নেতা হবে!’ — কথাগুলো ডিয়েগো ম্যারাডোনার, বলেছিলেন লিওনেল মেসিকে নিয়ে। তিনি পরে আরও বলেছিলেন, ‘ও তো শুধু বার্সেলোনারই। ওই জার্সিটা পরলে সে মেসি। তবে সে যখন আর্জেন্টিনার জার্সিটা গায়ে চড়ায়, তখন সে পুরোপুরি অন্য মানুষ।’ তিনি মেসির কাছের মানুষ ছিলেন, কোচিংও করিয়েছেন তাকে। সেই ব্যক্তিটি যখন এই কথা বলবেন, তখন পুরো আর্জেন্টিনার কথাটা ভাবুন? ভাবতে হবে না। একটু পেছনে ফিরে যাওয়া যাক, চলুন। তখন আর্জেন্টিনায় এলে স্রেফ মরুভূমিই দেখছেন মেসি। একে একে তিনটা ফাইনালে তুললেন দলকে, কিন্তু শিরোপা জেতাতে পারলেন না। তখন আর্জেন্টিনায় তাকে নিয়ে সমালোচনা তুঙ্গে। সমর্থকরা তার পোস্টারও পুড়িয়েছেন, এমনও ছবি ভেসে বেড়িয়েছে সংবাদ মাধ্যমে। আর্জেন্টিনায় মেসির গেল দশকটা এমনই কেটেছে। দারুণ মৌসুম কাটিয়ে যখনই আর্জেন্টিনায় পা রেখেছেন, সেখানে সবকিছু ভোজবাজির মতো বদলে গেছে, হতাশা...