বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (বিএইচসিআই) কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫ লাখ ১৮ হাজার ১৪৮ জন রোগী বিনা খরচে উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। তাদের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৫৭ শতাংশ। শুধু ঢাকা বিভাগেই চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ১৩ হাজার ১৯২ রোগী। তাদের মধ্যে ৫৮ শতাংশেরই রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকার বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়েছে। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও রিজোলভ টু সেভ লাইভসের সহায়তায় পরিচালিত কার্যক্রম ‘বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’-এর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় বিএইচসিআই’র ডিভিশনাল প্রোগ্রাম অফিসার মো. সাজ্জাদ হোসেন এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আহসান-উজ-জামান মূল প্রবন্ধ উপস্থাপন...