২০২৬ ফিফা বিশ্বকাপের আগামী আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। এবার আরও তিনটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হলো।বিশ্বকাপের আগামী আসরের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। বৃহস্পতিবার লাতিন আমেরিকা আঞ্চলিক বাছাইপর্বের শেষের আগের রাউন্ডে সুখবরটি পেয়েছে এই তিন দল।ঘরের মাঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ড্র-ই যথেষ্ট ছিল উরুগুয়ের। তবে পেরুকে ৩-০ গোলে হারিয়ে জয়ের আনন্দে দ্বিগুণ উৎসব করে তারা। রদ্রিগো আগুইরে ১৪ মিনিটে হেডে প্রথম গোল দেন, ৫৯ মিনিটে জর্জিয়ান দে আরাসকেতা ব্যবধান বাড়ান, আর শেষ দিকে ফেদেরিকো ভিনিয়াস গোল করলে নিশ্চিত হয় উরুগুয়ের বিশ্বকাপে অংশগ্রহণ।নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ঘরের মাঠে ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করা ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য...