দেখতে দেখতে দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। লিওনেল মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানে আগামী বিশ্বআসর, মেসি খেলবেন তো? বিশ্বমঞ্চে খেলা নিয়ে এখনও পরিষ্কার কিছু জানাননি আর্জেন্টাইন কিংবদন্তি। এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০তে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি করেছেন দুই গোল। এদিন ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন মেসি। ম্যাচের পর সমর্থকদের থেকে বিদায়ও নিয়েছেন। জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এ স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫ সালে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপারই স্বাদ পেয়েছেন মেসি। একের পর এক সাফল্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্যারিয়ারের এবেলায় এসেও থেমে নেই মেসিজাদু। ২০২৬...