শীর্ষনিউজ, ঢাকা:রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, ভাঙচুর ও আহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পারভেজ ও জয়নাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম গণমাধ্যকে বলেন, সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে প্রায় ৬০-৭০ জনের একটি দল সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির মালিকের ভাইসহ অন্তত সাতজনকে কুপিয়ে আহত করে। এ সময় পরিবহনের মালিকের বাসায়ও ভাঙচুর চালানো হয়। উল্লেখ্য, হামলার ভিডিও ফুটেজে দেখা যায় রাত ১১টা ৭ মিনিটে সোহাগ পরিবহনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির ওপর চাপাতি, ছুরি ও রড হাতে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে থাকা...