লিওনেল মেসি এর আগে অনেকবারই কেঁদেছেন। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর মাঠেই মেসির কান্নায় ভেঙে পড়ার দৃশ্য আজও অমলিন। ২০২২ বিশ্বকাপ শিরোপা জয় নিশ্চিত হতেই মেসির আনন্দাশ্রুর কথাও কি এত সহজে ভোলা যাবে? সে সব কান্না আক্ষেপ ঘোচানোর, কিংবা সাফল্যের। কষ্টের কান্নাও কি কম ছিল মেসির ক্যারিয়ারে? ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি মিসের পর জাতীয় দলকে যখন বিদায় বলেছিলেন মেসি, আর্জেন্টাইন অধিনায়কের সেদিনের কান্না নিয়ে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে কম ট্রল হয়েছে? কিংবা ব্রাজিল বিশ্বকাপে শিরোপা থেকে নিঃশ্বাস দূরত্বে গিয়েও যখন স্বপ্নভঙ্গ হলো, বিশ্বকাপ ট্রফিটার দিকে একমনে তাকিয়ে থাকা মেসির চোখ সেদিনও ছলছল করেছিল। আক্ষেপ আর স্বপ্নপূরণ- দুটোকে একদিকে সরিয়ে, আজ আবারও কাঁদলেন মেসি। তবে এবারের উপলক্ষ্যটা একেবারে ভিন্ন। যে ভূমিতে জন্ম নিয়েছেন, যে দেশের জার্সি গায়ে জড়িয়ে নিজেকে...