দীর্ঘ এক দশক পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—কোয়াবের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলার একাডেমি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। কোয়াবের নির্বাচন শেষে আজ (শুক্রবার) বাকি সদস্যদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে নবনির্বাচিত সভাপতির। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না তারা অংশ নেবেন অনলাইনে। তার আগে ঢাকা পোস্টের ক্রীড়া প্রতিবেদক সাকিব শাওনের সঙ্গে আলাপে নতুন দায়িত্ব এবং কোয়াব নিয়ে নানা পরিকল্পনার কথা শোনালেন মোহাম্মদ মিঠুন। মিঠুন :এটা আমার জন্য একটা সম্মানের। সবাই আমাকে চিন্তা করেছে যেহেতু, আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এত অল্প বয়সে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করতে পারছি, একই সাথে আমি এটা চ্যালেঞ্জিং দায়িত্ব মনে করছি। এখানে সভাপতি হওয়াটা তো মূল বিষয় না, এখানে মূল দায়িত্ব হলো কাজ করা।...