অসুস্থতার পর প্রায় দেড় মাস পর জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই তিনি সুস্থ হয়ে আবারও জনসম্মুখে কথা বলার সুযোগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুক্রবার সকালে ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। এসময় জামায়াত আমির বলেন, “দীর্ঘ এক মাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তৌফিক না দিলে আমি আজ এখানে এসে কথা বলতে পারতাম না। এই সময়ে আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। সেই দায়িত্ব অন্য কেউ পালন করতে পারবে না। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি—যেন অন্তত মানুষের কল্যাণের জন্য প্রয়োজনীয় কথাগুলো...