সম্প্রতি হার্টের বাইপাস অপারেশন হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও রাজনীতিতে পূর্ণ মাত্রায় সক্রিয় তিনি। শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামায়াত আমির। সেখানে কথা বলতে গিয়ে নিজের হার্ট অপারেশনের অভিজ্ঞতার একাংশ তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আমাকে যখন অপারেশনের বেডে শোয়ানো হলো, সেসময় আমি ডাক্তারদের বলেছিলাম, আপনাদের কারো হাতে আমার সুস্থতা নেই। আমি বিশ্বাস করি, আমার সুস্থতা আল্লাহর হাতে। তবে আমি এটা জানি, সেই ওসিলাটা হয়তো আপনি। তিনি বলেন, আমি সেখানে ডাক্তারকে বলেছিলাম, ভুলে যান আমার পরিচয়। হয়তো আমার এ পরিচয় আপনার স্নায়ু চাপ বেড়ে যাবে। আমি আশা করি, আপনি আর দশটা রোগীর মতো আমাকে ভাববেন। ডাক্তার হেসে বললেন, চাইলেই...