বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসসহ তিন দফা দাবিতে আমরণ অনশন করছেন ছয় শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম বৃহস্পতিবার রাতভর তাদের পাশে অবস্থান করেন। রাত ১টার দিকে অনশনস্থলে গিয়ে উপাচার্য মশারি টাঙিয়ে শিক্ষার্থীদের সঙ্গে থাকেন এবং সকাল ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এর আগে রাত ১২টার দিকে একাডেমিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানান, দাবিগুলো যৌক্তিক এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই কার্যক্রমের অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশ্বাস দেন তিনি। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থী তানজিদ শাহ জালাল ইমন বলেন, “শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি না হওয়ায় কষ্ট ভাগ করে নিতে ভিসি আমাদের পাশে রাত কাটানোর...