শীর্ষনিউজ, ঢাকা:‘নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন ‘বিপ্লব নয়, ক্যু হিসেবে গণ্য হবে’ বলে মতামত দিয়েছে বিএনপি। দলটি বলেছে, নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না। আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী দুই বছরে সংবিধান সংস্কার করবে। জুলাই সনদে সব দল এই অঙ্গীকার করবে। বিএনপি মনে করে, সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করার বিপজ্জনক চেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনকে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটি এই মতামত জানায়। এর আগে জুলাই সনদের অঙ্গীকারনামা নিয়েও আপত্তি জানিয়েছিল বিএনপিসহ কয়েকটি দল, যার প্রেক্ষিতে চূড়ান্ত খসড়ায় অঙ্গীকারনামা অংশে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। গত ১৬ আগস্ট প্রণীত হয় জুলাই জাতীয় সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া। এরপর রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। দলগুলো এরই মধ্যে মতামত পাঠিয়েছে।...