কোলাহল আর কর্মব্যস্ততা নেই চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে শ্রমিক-ব্যবসায়ী-সিএন্ডএফ এজেন্টদের মধ্যে। বর্তমানে অল্প পরিমাণে পণ্য আসলেও তা অন্যত্র খালাস হচ্ছে। বরাবরই ভারত থেকে মালবাহী ট্রেনে এ রেলস্টেশনে নানা ধরনের পণ্য আসতো। কিন্তু এখন আসছে শুধু ফ্লাইএ্যাশ ও সয়াবিনের ভূষি। রেলপথে ভারত থেকে পণ্য আমদানি সহজ ও খরচ কম হওয়ায় ব্যবসায়ীরা এ পথ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু নানা জটিলতার কারণে স্থবির হয়ে পড়েছে দর্শনা রেল ইয়ার্ড। ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। রাজস্ব আহরণ অর্ধেকের নিচে নেমেছে। ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে ১১ কোটি ৪০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে যা ছিল ২৬ কোটি ৯৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে রাজস্ব হ্রাস পেয়েছে ১৫ কোটি ৫৪ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে ট্রেনের মালবাহী ওয়াগনে...